ছাত্রদল কখনও ভয় পায়নি, পিছু হটেনি

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ছাত্রদল হল বিএনপি নেতা গড়ার প্রথম প্রোডাক্ট। ছাত্রদলে যদি ইনপুট ভালো হয় তবে স্বেচ্ছাসেবকদল, যুবদল এবং বিএনপির ইনপুটও ভালো হবে। গতকাল বুধবার দুপুরের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, ১৭ বছরের কোনো আন্দোলন সংগ্রামে হাটহাজারী উপজেলা ছাত্রদল কখনো ভয় পায়নি, পিছু হটেনি। তারাই বিএনপির ব্রানডেড হিসেবে সামনে থেকে সকল প্রতিকূলতা মোকাবেলা করেছে। আন্দোলনের সময় যখন চট্টগ্রামের কোনো মাঠে কেউ নামতে পারেনি তখন প্রথম ওই বাঁধ ভেঙেছিলো এই হাটহাজারী উপজেলা ছাত্রদলের মশাল মিছিল। সেই মিছিল সমগ্র বাংলাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের জন্য একটা আইকন হয়ে উঠেছিলো।

হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকির সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী আবদুল মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. সাহেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির সদস্য হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম অহিদ, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর মেম্বার প্রমুখ।

আলোচনা সভার পূর্বে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে পৌরসভার ডাক বাংলো চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসেবা নাগরিকের দোরগোড়ায় নিয়ে যেতে চাই
পরবর্তী নিবন্ধবাগীশ্বরী সঙ্গীতালয়ে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই পরীক্ষা