ছাত্রদল ও যুবদল নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সালাউদ্দীন খালেক ও মোহাম্মদ সাইফুল ইসলাম নামের ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এদের মধ্যে সালাউদ্দিন খালেক চট্টগ্রাম উত্তর জেলা শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার মেখল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

গত মঙ্গলবার রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং গত সোমবার রাতে উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব নুরুল কবির তালুকদারের নির্দেশক্রমে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিন খালেকের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে চলতি বছরের আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারিখের মধ্যে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মেখল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা, তা আগামী তিন দিনের মধ্যে হাটহাজারী পৌরসদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ফকরুল হাসান ও সদস্য সচিব নুরুল কবির তালুকদারের সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী হত্যার আসামি গণধোলাইয়ে আহত স্বামীর মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড