ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নগরের সিটি গেট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শত শত শিক্ষার্থীরা। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাহী সদস্য মো. সিরাজ উদ্দিন। গত মঙ্গলবার নগরের আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ থেকে মিছিল শুরু হয়ে সিটি গেইট এলাকা পদক্ষিণ করে কলেজে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, প্রভাষক শাহ আলম মজুমদার, প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক লায়লা নাজনীন, প্রভাষক ফারহানা নাজনীন, প্রভাষক মোহাম্মদ আলী হোসেন, প্রভাষক জুলেখা বেগম, প্রভাষক আবদুস সালাম, প্রভাষক বাসু ধর, প্রভাষক নাসিম উদ্দিন, রফিক উদ্দিন, নুর আলম, মো. আসলাম, গিয়াস উদ্দিন, আনসারুল ইসলাম, মুনতাসীর মইন চৌধুরী, মোহাম্মদ আলী, সাজিদ, ছাত্র প্রতিনিধি ছিলেন সাজ্জাদুল মাওলা শান্ত, জুনায়েদ আহম্মেদ, নিহাদ চৌধুরী, মোহাম্মদ মীর, রুবাইয়েত আমিন, আয়মান হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।