ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। খবর বাসসের।

এতে বলা হয়, জুলাইআগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে। নেতৃদ্বয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগত কয়েকদিন ধরে অগণিত প্রাণহানি ও ধর্ষণের হুমকি পেয়েছি
পরবর্তী নিবন্ধবিজ্ঞানীদের ধারণার চেয়েও চাঁদ বেশি সক্রিয়