ছাত্রদলের দুই নেতাকর্মী কারাগারে

চান্দগাঁওয়ে ছাত্রদল কর্মী নিহতের ঘটনা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৩:৫৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহতের মামলায় ছাত্রদলের দুজন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান প্রকাশ আলফাজ ও ছাত্রদল কর্মী মো. ফারভেজ। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ছাত্রদলের এ দুই নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানাধীন পাঠানিয়াগোদা এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোন টার্ফ দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ছাত্রদল কর্মী জুবায়ের উদ্দিন বাবু নিহত হন। এ ঘটনায় জুবায়েরের বোনের জামাই নাজিম উদ্দীন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় একটি মামলা করেন। সংঘর্ষের পর নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও নগর যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি বিলুপ্ত ঘোষণা করা হয় নগর যুবদলের কমিটিও।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ঘরের লক ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে আরো ৯ মৃত্যু, হাসপাতালে একদিনে সর্বোচ্চ রোগী