নবগঠিত বার আউলিয়া ছাত্রদলের কমিটিতে সক্রিয় ছাত্রলীগ নেতাকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি করার অভিযোগ পাওয়া গেছে। এই কমিটি বাতিলের দাবিতে নব-কমিটিতে স্থান পাওয়া ৬ জনসহ বার আউলিয়া কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন।
শনিবার (২৪ মে) সকালে উপজেলা শহরের একটি অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সদ্য ঘোষিত বার আউলিয়া কলেজ ছাত্রদলের সিনিযর যুগ্ম সাধারণ সম্পাদক ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় ডিগ্রী ২য় বর্ষের ছাত্র মো: আব্দুল করিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সক্রিয় ছাত্রলীগ নেতাকে সভাপতি এবং বিবাহিতকে সাংগঠনিক করে যে কমিটি দেয়া হয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে সেই কমিটি বাতিল করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাহাসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাইহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সামীম ও ছাত্রদল নেতা যুবরাজ দেবনাথ, সাকিব, সাইমুন, ইসমাইল, কাইসার, সাবিত রিজভী, মোহাম্মদ আসিফসহ বহু ছাত্রদলের নেতা-কর্মী।