ছাত্রদলের আশিকের বিরুদ্ধে পুলিশের মামলায় পিনাকী ভট্টাচার্য্যও আসামি

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৩২ পূর্বাহ্ণ

পুলিশ সদস্যদের নিয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা হয়েছে, তাতে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য্যকেও আসামি করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক আশিককে গত ১৪ অক্টোবর গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা করে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
প্রায় এক মাস পর বৃহস্পতিবার জানা যায়, রমনা থানায় করা সেই মামলায় ফ্রান্সে অবস্থানরত পিনাকী এবং জাস্ট নিউজ নামে একটি নিউজ পোর্টালের সম্পাদক, যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুশফিকুল ফজল আনসারীকেও আসামি করা হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধটিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম আঞ্চলিক অফিসে মতবিনিময়
পরবর্তী নিবন্ধইউপি নির্বাচনে প্রার্থীদের ‘হলফনামা’ লাগবে