ছাতিমফুলের মালা

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আকাশ জুড়ে তুলো তুলো মেঘের আনাগোনা

পাতায় পাতায় মিহি হাওয়ার সুরগুলো যায় শোনা।

দুপুরে কার আহ্বানে ডাকছে ঘুঘু পাখি

হেমন্ত কি প্রকৃতিকে পরালো আজ রাখি?

 

মিঠেল রঙিন হেমন্তদিন মায়া দিতে জানে

কিষাণকে সে অর্ঘ্য দেবে নতুন সোনার ধানে।

আঙিনাতে ধানের আঁটি, চলতেছে ধান মাড়া

নতুন চালের ফিরনি পায়েস ঘ্রান মৌ মৌ পাড়া।

 

কী প্রেরণা হেমন্ত দেয় জোনাকিদের মনে

আলো বিনিময়ে মাতে সন্ধ্যা তারার সনে।

পথ চলতে ঘাসেরা দেয় শিশির ভেজা প্রীতি

মনের ভেতর জাগিয়ে তোলে সুন্দরের প্রতীতি।

 

রূপকুশলী হেমন্তদিন সাজায় প্রীতির ডালা

আমায় বরণ করতে গাঁথে ছাতিমফুলের মালা।

পূর্ববর্তী নিবন্ধলালনীল পরী
পরবর্তী নিবন্ধমজার চিড়িয়াখানা