ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়। মতিউরের আইনজীবী এস এম শামীম হোসাইন বলেন, ক্লায়েন্ট রিট আবেদনের শুনানি করতে চাননি, তাই তার পরামর্শ মতো নট প্রেস করেছি। আবেদনটি শুনানি হয়নি মর্মে খারিজ করেছেন আদালত। মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এই রিট আবেদন দায়ের করেছিলেন। এতে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল। খবর বিডিনিউজের। কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে ঈদের আগে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।