অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এবার এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও তাদের ছেলে–মেয়ের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক।
মামলাগুলোতে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে ১২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনেছে সংস্থাটি। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার তাদের বিরুদ্ধে মামলার তথ্য দিয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, তাদের সম্পদ বিবরণী জারির আদেশ হয়েছিল। পরে মতিউর ও তার পরিবারের সদস্যরা তা দাখিল করেন। সেগুলো যাচাই–বাছাই করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
এর মধ্যে প্রথম মামলায় লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউরের সহযোগিতার অভিযোগ করে তাকেও মামলায় আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় ফারজানা রহমান ইপ্সিতার বিরুদ্ধে ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও দুদকের অভিযোগ।