ছাঁটাই হওয়া জুতা কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

ফ্রি-পোর্ট মোড়

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানার ৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে নগরীর ফ্রিপোর্ট মোড়ে এ অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ বলছে, ছাঁটাইকৃত শ্রমিকরা বিভিন্ন সময় অন্য শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করতো। আন্দোলনের সময় কারখানা ভাঙচুরের সাথেও কেউ কেউ জড়িত ছিলএমন কারণ দেখিয়ে মালিক পক্ষ তাদের ছাঁটাই করেছে। ছাঁটাইয়ের সময় তাদের সব পাওনা পরিশোধ করা হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, ঈদের আগে কোনো কারণ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান বলেন, ছাঁটাইয়ের প্রতিবাদে এক্সেলসিওর স্যুজ লিমিটেডের ৪০ জন শ্রমিক ফ্রিপোর্ট মোড়ে সড়ক অবরোধ করেছে। প্রায় আধা ঘণ্টা তারা সড়কে ছিলেন। পরে আমরা তাদের সরিয়ে দিই।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব বাণিজ্যের রীতিনীতি গুঁড়িয়ে ট্রাম্পের ১০% শুল্ক নেওয়া শুরু
পরবর্তী নিবন্ধচালকের আড়ালে চোরাই টেক্সির কারবার