চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন, মহামারীর মধ্যেও অব্যাহত জুলুম নির্যাতনের ফলে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের কর্ম পরিবেশ বিঘ্নিত হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি হাজারী লেইনস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে এ সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ চট্টগ্রামের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, কল-কারখানা পরিদর্শকসহ শ্রম দপ্তর বরাবরে বারবার অভিযোগ সত্ত্বেও বে-আইনী ছাঁটাই বন্ধ হচ্ছে না। হোটেল শ্রমিকদের নিয়োগপত্র নেই। ছুটি, ইনক্রিমেন্ট, ঈদ বোনাস কিছুই নেই যা আইনানুগ প্রাপ্য। এমনকি করোনাকালীন প্রধানমন্ত্রী ঘোষিত কোনরূপ অনুদান হোটেল শ্রমিকরা পায়নি। ইউনিয়নের সদস্য হওয়ার কারণে জুলুম এসময় আরো বৃদ্ধি করা হয়। এসব বে-আইনী তৎপরতা বন্ধে সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মোহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, টিইউসি চট্টগ্রাম জেলা কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য দেন, টিইউসি সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক অলি আহমদ, দিলীপ নাথ, রাহাতউল্লাহ্ জাহিদ, নুরুচ্ছাফা ভূঁইয়া, মোহাম্মদ হান্নান, পেয়ার আহাম্মদ, মো. রুহুল আমিন, মো. মোস্তফা, আবদুল জলিল, মো. সুজন প্রমুখ। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দিলীপ নাথকে চেয়ারম্যান, পেয়ার আহাম্মদ ও বেলাল হোসেনকে সদস্য নির্বাচিত করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-পরিষদ গঠন করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন, বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুর রহমান ও অফিস সহকারী মো. রেজোয়ানুল হক। প্রেস বিজ্ঞপ্তি।