মীরসরাই ১ নং করেরহাট ইউনিয়নের রিজার্ভ ফরেস্টের বিলছরি ছরা থেকে বালু ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ ২ চোরকে আটক করেছে বনকর্মীরা। এ সময় আরো ৫ চোর পালিয়ে গেছে।
চট্টগ্রামের বন আদালতে প্রেরণ করা বন কর্মকর্তা করেরহাট রেঞ্জের ডেপুটি রেঞ্জার আলাল উদ্দিন জানান, গতকাল বুধবার দিনগত রাতে বন বিভাগের বিলছরি ছরা থেকে বালু উত্তোলনকালে আব্দুল মান্নান (৪০) ও নজরুল ইসলাম (২৮) কে আটক করা হয়েছে। এসময় অপর বালু উত্তোলনকালী সবুজসহ (৩৫) আরো ৪–৫ জন গহীন পাহাড়ে পালিয়ে যায়।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানে বালুভর্তি করা ট্রাক, ৩ টি ভেলছা, ২ টি কোদালসহ তাদের চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বন আদালতে প্রেরণ করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট বালু ও জব্দ করা হয়। ইতিপূর্বে ও রাতের অন্ধকারে বালু উত্তোলনকালে অভিযান পরিচালনা করতে গিয়ে কয়েকজন বনকর্মী হামলার শিকার হয়। এরপর থেকে প্রশাসনকে বালুখেকোদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়।










