নগরের মেহেদীবাগ দারুস সোফ্ফা তাহফিজুল মাদ্রাসার ছাত্র শাবিব শায়ানকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি একই মাদ্রাসার শিক্ষক রিদুয়ানুল হককে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার ছয় মাস পর গত সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার বদিউল আলমের ছেলে।
র্যাব জানায়, গত ১৩ মার্চ মাদ্রাসার টয়লেট থেকে হেফজ বিভাগের ছাত্র শায়ানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে দাবি করে। তবে ময়নাতদন্তে শরীরের বিভিন্ন অংশে আঘাতসহ জোরপূর্বক যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়।
এরপর ১৬ মার্চ ওই ছাত্রের বাবা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে চকবাজার থানায় তিন শিক্ষকের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার দুই আসামিকে পুলিশ তখন গ্রেপ্তার করে। সর্বশেষ রিদুয়ানকে র্যাব গ্রেপ্তার করে।












