ছয় মাসে প্রাণ ফিরে পেল সাপে কাটা ৪৫ রোগী

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকদের সাফল্যে

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

সাপে কাটা রোগিদের প্রাণ ফিরে দিয়ে সফলতা অর্জন করছেন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। গত মঙ্গলবার রাতে বিষাক্ত সাপে কাটা জিল্লুর রহমান নামে এক রোগীকে রাতভর লড়াই করে চিকিৎসকরা সুস্থ করে তুলেছেন। এনিয়ে গত ছয় মাসে ৪২জন নন ভেনামাস সাপে কাটা রোগীর চিকিৎসা এবং তিনজনকে বিষাক্ত সাপে কাটা চিকিৎসা দিয়ে সবাইকে সুস্থ করে তুলেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাসেদ বলেন, সাপ হাতে বা পায়ে কামড়ালে আমরা সাধারণত আক্রান্ত অংশের ওপরে রশি বা গামছা দিয়ে টাইট করে বেঁধে রাখি। এটা একেবারেই ভুল প্রাথমিক চিকিৎসা। সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। অজ্ঞতা দূর করে মানুষকে সচেতন করা গেলেই সাপের কামড়ে আক্রান্ত মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হবে। সব সাপ বিষধর নয়। তাছাড়া বেশির ভাগ সাপ কেউ উত্ত্যক্ত না করলে সহসা কামড় বসায় না। সাপকে কোন ক্রমে মেরে ফেলা যাবে না। মনে রাখতে হবে সাপ আমাদের সম্পদ।

তিনি আরো বলেন, সর্প দংশন করলে ৬১ শতাংশ লোক ওঝার কাছে যায়। যেটা সবচেয়ে বড় ভুল। সর্প দংশন করলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। রাতে চলাফেরা করার সময় অবশ্যই টর্চলাইট ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। খাটের ওপর মশারি ব্যবহার করে ঘুমাতে হবে, মেঝেতে ঘুমাবেন না। ঘাসের মধ্যে কিংবা ঝোপঝাড়ের ভেতর হাঁটার সময় সতর্ক থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের চক্ষু ক্যাম্প
পরবর্তী নিবন্ধকুকুর মেরে ইউপি কার্যালয়ে চুরি