ছয় ব্যাংকের এলসিতে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা উঠল

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার সুবিধাভোগী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে শতভাগ ঋণ দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকগুলোয় আরোপিত অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে। খবর বিডিনিউজের।

পণ্য আমদানিতে ঋণ বা মার্জিন দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়া ছয়টি ব্যাংক হলোইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘এসব ব্যাংকে এলসি খোলায় শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এলসি ছাড়া অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে।’ অন্যান্য বিধিনিষেধের মধ্যে অন্যতম একটি হল, এসব ব্যাংক নতুন করে কোনও ঋণ বিতরণ করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধমহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৫ দিনের মধ্যে ছাড়তে হবে রেলের জায়গার অবৈধ দখল