সাজা মাথায় নিয়ে প্রবাসজীবন কাটিয়ে ছয় বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক শফিক রেহমান। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী তালেয়া রহমানকে নিয়ে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিকটজন ও সাংবাদিক সংগঠনের নেতারা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিক রেহমান। খবর বিডিনিউজের।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০২৩ সালের অগাস্টে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৬ সালে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল শফিক রেহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। যায়যায়দিনের সাবেক এই সম্পাদক বিমানবন্দরে সাংবাদিকদের শেখ হাসিনা সম্পর্কে বলেন, তিনি (শেখ হাসিনা) এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন। আমি তাদের উপাধি দিয়েছি। একজন হচ্ছেন ‘বীর পলাতক শ্রেষ্ঠ’, আরেকজন হচ্ছেন ‘বীর পলাতক উত্তম’। বিএনপিঘনিষ্ঠ ৯০ বছর বয়সী শফিক রেহমানকে প্রবাসজীবনে গত কয়েক বছরে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা না গেলেও গত বুধবার লন্ডনে একটি ‘মানবাধিকার জোটের’ সংবাদ সম্মেলনে কথা বলেন। সেখানে তিনি শেখ হাসিনার দ্রুত সাজার দাবি তুলেছিলেন।












