ছয় ঋতুর পরম্পরা

শর্মি বড়ুয়া | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

আমার দেশের ছয় ঋতুর

রূপের নেই কো শেষ।

এ যে চোখ জুড়ানো

অপূর্ব বাংলাদেশ।

গ্রীষ্ম আসে নানান ফলে

বিরাট সম্ভার নিয়ে,

এই ঋতুতে সুয্যি মামা

দিন শুরু করে প্রচণ্ড দাবদাহ দিয়ে।

বর্ষাতে নদী নালা

পূর্ণ কানায় কানায়,

চারদিকে সুগন্ধ ছড়ায়

কদম কামিনী জুঁই আর কেয়ায়।

শরৎ এলে খোলা আকাশ জুড়ে

মেঘেদের খেলা,

এদিক ওদিক তাকালেই দেখি

কাশফুলের মেলা।

হেমন্তে দেখা মেলে

ফসল তোলার ঘোর,

শিশির ঝরা দুর্বাঘাসে

ঝলঝল করা ভোর।

শীতকালেতে চারিদিকে

সাদা কুয়াশার চাদর,

শীতের ভোরেতে ভোলা যায় না

পিঠাপুলির সমাদর।

সব ঋতুকে পিছে ফেলে

আসে ঋতুরাজ বসন্ত,

সেই ঋতুতে কোকিলের গান

নানা ফুলে মুখরিত দিগন্ত।

পূর্ববর্তী নিবন্ধখালের পানিতে ভাসছিল বৃদ্ধের মরদেহ
পরবর্তী নিবন্ধশিশুর মানসিক বিকাশ