(৩২,৪৪৮)
ছয় ঋতুর রঙে ভরা
আমাদের এই দেশ,
নানান ফলে সবুজে ছাওয়া
প্রিয় বাংলাদেশ।
বৈশাখ–জ্যৈষ্ঠে রঙিন ফল
গ্রীষ্ম যে নাম তার,
ঝর ঝর বৃষ্টি ঝরে
মাস শ্রাবণ–আষাঢ়।
ভাদ্র–আশ্বিন শরৎকালে
মেঘের ভেলায় ভাসি,
কার্তিক–অগ্রহায়ণ হেমন্তে
নবান্ন উৎসবে হাসি।
পৌষ আর মাঘের শীতে
পিঠার সুবাস আসে,
ফাল্গুন–চৈত্রের বসন্তে
নতুন ফুল–পাতারা হাসে।