ছয় ঋতুর দেশ

সৈয়দা শাওরিয়া আফরিন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

(৩২,৪৪৮)

ছয় ঋতুর রঙে ভরা

আমাদের এই দেশ,

নানান ফলে সবুজে ছাওয়া

প্রিয় বাংলাদেশ।

বৈশাখজ্যৈষ্ঠে রঙিন ফল

গ্রীষ্ম যে নাম তার,

ঝর ঝর বৃষ্টি ঝরে

মাস শ্রাবণআষাঢ়।

ভাদ্রআশ্বিন শরৎকালে

মেঘের ভেলায় ভাসি,

কার্তিকঅগ্রহায়ণ হেমন্তে

নবান্ন উৎসবে হাসি।

পৌষ আর মাঘের শীতে

পিঠার সুবাস আসে,

ফাল্গুনচৈত্রের বসন্তে

নতুন ফুলপাতারা হাসে।

পূর্ববর্তী নিবন্ধছোট ভাই
পরবর্তী নিবন্ধমোদের প্রাণ