ছয়দিন পর সমুদ্রবন্দর থেকে নামল সতর্কতা সংকেত

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:৪৭ পূর্বাহ্ণ

ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় সব সমুদ্রবন্দর থেকে ছয়দিন পর নামানো হল সতর্কতা সংকেত। তবে মাছ ধরা ট্রলার ও সব নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। গতকাল এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। খবর বাংলানিউজের।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত তোলা হয়েছিল।

এদিকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং দক্ষিণ, দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনদিনের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৬ মামলায় আসামি দেড় হাজার, গ্রেপ্তার ৩৯
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ