প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আনোয়ারা উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে গতকাল। বিকেলে আনোয়ারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনালে বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩–১ গোলে তৈলারদ্বীপ বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই মাঠে অনুষ্ঠিত বালিকা বিভাগ অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ২–০ গোলে আনোয়ারা সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই দুই দল জেলা পর্যায়ে আনোয়ারা উপজেলা দলের প্রতিনিধিত্ব করবে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষক অফিসার আরিফুল ইসলাম চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রিদওয়ানুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন কে এম সরোয়ার হোসাইন, রতন কান্তি শীল, রুপন কান্তি শীল, কে এম এরশাদ হোসাইন, নিলাম তবীব, মো. মফিজুর রহমান, মোজাহের মিয়া, বিকাশ কান্তি ঘোষ, মো. শহীদ ও মো. পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।