ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য কোন আসনে কত

আজাদী প্রতিবেদন

চট্টগ্রামের ১৬ আসন | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ভোটার সংখ্যার ভিত্তিতে সিডির এ মূল্য নির্ধারণ করা হয় বলে জানান চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে আসনে ভোটার বেশি সে আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য বেশি, আর যে আসনে ভোটার কম সে আসনের সিডির মূল্যও কম। আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনের নির্ধারিত জামানতের ৫০ হাজার টাকার পাশাপাশি সিডির জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর সংসদীয় আসন ভিত্তিক ছবিসহ ভোটার তালিকার সিডি তৈরি করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতিটি সংসদীয় আসনে যারা প্রার্থী হবেন মনোনয়নপত্র সংগ্রহের সময় তাদের ছবিসহ ভোটার তালিকার সিডি নিতে হবে।

কোন আসনের সিডির মূল্য কত : চট্টগ্রাম১ মীরসরাই আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার টাকা। চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। চট্টগ্রাম৫ হাটহাজারী আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা। চট্টগ্রাম৬ রাউজান আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। চট্টগ্রাম১০ পাহাড়তলীহালিশহরখুলশীপাঁচলাইশ আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গাসদরঘাট আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। চট্টগ্রাম১২ পটিয়া আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা। চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। চট্টগ্রাম১৪ চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার টাকা। চট্টগ্রাম১৫ লোহাগাড়া ও সাতকানিয়া (আংশিক) আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনের ছবিসহ ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫০০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণে আরেক ধাপ অগ্রগতি
পরবর্তী নিবন্ধমোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আইসিইউতে নববধূ