‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, অথবা ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’ লিরিকের যে গানগুলো মানুষকে ফিরিয়ে নেয় ঢাকাই সিনেমার ‘সোনালী দিনে’, সেসব সিনেমার নায়িকা অঞ্জনা রহমান শুরুতে আলো জ্বালিয়েছিলেন নাচের মঞ্চে। তাল–ছন্দ–ঘুঙুরের জীবন থেকে সত্তর মাঝামাঝিতে সিনেমার আসার পর, এর পরের প্রায় পাঁচ দশক ধরে চলচ্চিত্রে পাওয়া গেছে অঞ্জনাকে। খবর বিডিনিউজের। অভিনেত্রীর প্রয়াণের পর তার অভিনীত সিনেমাগুলো মধ্য থেকে জনপ্রিয় কিছু চলচ্চিত্র ও সিনেমার গানের সুলুকসন্ধান করেছে গ্লিটজ। অভিনেতা সোহেল রানা প্রযোজনায় এবং শামসুদ্দিন টগরের পরিচালনায় অঞ্জনার মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’। ১৯৭৬ সালে রোজার ঈদের মুক্তি পাওয়া সিনেমা অঞ্জনার নায়কও ছিলেন সোহেল রানা। রহস্য–অ্যাডভেঞ্চারে গল্পের সিনেমা নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে অঞ্জনা বলেছিলেন, ‘দস্যু বনহুর’ সিনেমায় তিনি সম্মানী পেয়েছিলেন ১০ হাজার টাকা। বলা হয়, সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি অভিনেত্রী–নৃত্যশিল্পী অঞ্জনাকে। নায়করাজ রাজ্জাকের সঙ্গেই অঞ্জনার সিনেমা করেছেন সবচেয়ে বেশি। অঞ্জনার ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’ ঢাকাই সিনেমার দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় একটি গান। অঞ্জনা অভিনীত গানটি গেয়েছেন শাম্মী আখতার, গানের গীতিকার গাজী মাজগারুল আনোয়ার। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু হলেও অঞ্জনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘অশিক্ষিত’। আলমগীর কবিরের পরিচালনায় ‘পরিণীতা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন অঞ্জনা। নিজের সেরা সময়ে ঢাকাই সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন অঞ্জনা। ১৯৯২ সালের পর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে যান অঞ্জনা। ২০০৮ সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ‘ভুল’।