ছন্দ কবিতার শরীরে গতি আনলেও শব্দই তাকে করে তোলে মোহময়

শিল্পশৈলীর সাহিত্য সভায় অভিমত

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩৫ অপরাহ্ণ

শিল্পশৈলীর প্রথম সাহিত্য সভায় দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ বলেছেন, কবিতা আরাধনার বিষয়। এটি একটি নির্মাণকলা, অন্যান্য শিল্পের মতো একেও নির্মাণ করতে হয়; যদিও সবার নির্মাণশৈলী মৌলিক ও নান্দনিক হয়ে ওঠে না। কেননা ছন্দ-অলংকার, উপমা, উৎপ্রেক্ষা ও অপরূপ শব্দ-যোজনায় নির্মাণ করা হয় কবিতার বসতবাটি। এটি সহজাত শিল্পসৌকর্যে যতটা উজ্জ্বল ও প্রাণময় হয়ে উঠবে, ততই পাবে ব্যাপকতা। ছন্দ যেমন কবিতার শরীরে গতি আনে, তেমনি শব্দ কবিতাকে করে তোলে মোহময়। গত শনিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত সভায় তিনি বক্তব্য রাখছিলেন। শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাংবাদিক বিপুল বড়ুয়া, চট্টগ্রাম একাডেমির পরিচালক সৈয়দা রিফাত আকতার নিশু, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কথাসাহিত্যিক মিলন বনিক, শৈলী সাহিত্য বুলেটিনের সম্পাদক কবি আজিজ রাহমান, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, সাংবাদিক অমিত বড়ুয়া, অধ্যাপক পিংকু দাশ, সাংবাদিক আবুল কালাম বেলাল, কবি-গীতিকার জসিম উদ্দিন খান, কবি নাট্যকার কাসেম আলী রানা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, প্রাবন্ধিক নাসিমা হক মুক্তা, শৈলীটিভি সম্পাদক আয়েশা হক শিমু, কবি রুমি চৌধুরী, আবৃত্তিশিল্পী হামিমা জামিল রুমা, কবি জায়তুন্নেছা জেবু, লেখক গৌতম কানুনগো, প্রাবন্ধিক টুম্পা ভট্টাচার্য, কবি তারিফা হায়দার, এম কামাল উদ্দিন, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, লেখক দোলা চৌধুরী, সংস্কৃতিকর্মী জয়েশ চক্রবর্তী প্রমুখ। সভায় সম্পাদক নেছার আহমদ শিল্পশৈলীর উদ্যোগে একটি সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন। তিনি বলেন, বছরে একজনকে এ পুরস্কার প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্যানেল মেয়র আবদুস সবুর লিটনকে সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধবোর্ড অব ট্রাস্টির অনলাইন বৈঠকে একধাপ এগিয়ে থাকার আশাবাদ সদস্যদের