ছন্দের যাদুকর

বিপ্লব বড়ুয়া | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

দেশ জুড়ে নাম তার

ছড়াতেই যত্ন

ছন্দের যাদুকর

সুকুমার রত্ন।

শৈশবের দিনগুলো

কষ্টেতে ভরপুর

সুকুমার বড়ুয়া

পাড়ি দেন বহুদূর।

রাজধানী ছেড়ে এসে

শৈশবের বাড়িতে

দিন কাটে হাসি খুশি

নাচড়েন গাড়িতে।

পূর্ববর্তী নিবন্ধরাজার আসন ধার্য
পরবর্তী নিবন্ধনামজাদা ছড়ুয়া