ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক পঞ্চকবির গানের অনুষ্ঠান গত ১৪ জুলাই নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলয়ানতনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. বিপ্লব ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন এস এম গোলাম নিজামী, সভাপতিত্ব করেন ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক নন্দ দুলাল গোস্বামী। আজি গাও মহা গীত’ শিরোনামে সন্মিলক সংগীত পরিবেশন করেন ছন্দানন্দ–র শিল্পীবৃন্দ। এরপর মালকোষ রাগ ও রবীন্দ্র সংগীতে যুগলবন্দী পরিবেশন করেন, নন্দ দুলাল গোস্বামী ও দেবমিতা নন্দী,একক গান পরিবেশনায় উপমা বড়ুয়া, ভুমিকা তালুকদার, শাইরা ইমতিয়াজ, অন্বেষা দে, অনন্যা বিশ্বাস, প্রজ্ঞা লাবণী চৌধুরী, রিনি দাশ, দেবমিতা নন্দী। নৃত্য পরিবেশনায় পুস্পিতা বৈদ্য, মৌহিতা বড়ুয়া, পিংকা সেন, তাসনুভা শাওরিন। আবৃতি–তাসনুভা শাওরিন, পুস্পিতা বৈদ্য। গান করেন নিশি ধর,অদ্বিতীয়া দে, দেবশ্রী নন্দী, রিংকি মজুমদার, রাইসা, মৃত্তিকা বড়ুয়া, পুজা নন্দী, প্রিয়ন্তি ভট্টাচার্য্য, জয়ত্রী গোস্বামী, দিশা দাশ, সেজুতি বড়ুয়া,তাসনুভা শাওরিন, ইপা চৌধুরী, পিংকা সেন, মৌহিতা বড়ুয়া, পুস্পিতা বৈদ্য, সিমলা দাশ, জয়ন্তি মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।