ছন্দানন্দের ১৭ বছর পূর্তি

| শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের ১৭ বৎসর পূর্তি উদযাপন গত ১ মার্চ বিকেল জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ছন্দানন্দের সদস্যবৃন্দ। এরপর কচি কাচাদের একক গানে মুগ্ধা, শ্রেষ্ঠা, স্মরণ, নবরূপা, সায়নী, নির্ময়, মুনময়, আহেনজিতা, জয়িতা, জিসান, সৌরিত্র, অনিক, মুমু, নিধি, কৌশিক ও পিয়াস অংশগ্রহণ করে। বিকেল ৫টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছন্দানন্দের শিক্ষার্থীদের শাস্ত্রীয় সংগীতের পরীক্ষায় উত্তীর্ণদের ১ম থেকে ৫ম বর্ষের ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।

সন্ধ্যে ৬টায় দলীয়, দ্বৈত, নৃত্য, একক সংগীত পরিবেশন করেন দিশা, সেজুতী, শিক্ষা, ওসমী পুজা, রাইসা মালিহা, নবনীতা, অর্পিতা, জয়ত্রী, রিতি, উপমা, সুস্মিতা, ভূমিকা, রিংকি, পিয়ন্তি, ঐশার্থী, জোতিষা, ইরা, ঐশী, পার্থ, পুষ্পিতা, লাবনী, পূজা, নিশি, দেবশ্রী, অন্যান্য, মৌহিতা, পুষ্পিতা, মৃত্তিকা, লিগ্ধা, সিমলা, নকশী, দেবমীতা।

অনুষ্ঠানের সমাপনী পরিবেশনায় ছন্দানন্দের শিক্ষার্থীদের দলীয় নৃত্যে, পুষ্পিতা ও স্নেহার সঞ্চলনায় দেবমীতা নন্দীর পরিচালনায় ছন্দানন্দের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করেন ছন্দানন্দের পরিচালক নন্দদুলাল গোস্বামী।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের স্ত্রীর নামে জামিন অযোগ্য ধারায় মামলা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি সরকারি কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত