ছনুয়ার সাগর উপকূলে বাঁশখালীতে প্রথম পরীক্ষামূলক সীউইড চাষ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়ার সাগর উপকূলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো সীউইড চাষ শুরু হয়েছে। ২০২৩২৪ অর্থবছরে উপজেলা মৎস্য দপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ছনুয়া ইউনিয়নে ১নম্বর পাড়া গ্রামে লবণ মাঠ সংলগ্ন জলাশয়ে ২ হেক্টর জায়গায় পরীক্ষামূলকভাবে সীউইড চাষ করা হয়েছে। সী উইড বা সামুদ্রিক শৈবাল একপ্রকার সামুদ্রিক আগাছা। এ সীউইডের অর্থনৈতিক গুরুত্ব অনেক। এটি দেশের বিভিন্ন রেস্তোরাঁতে স্যুপ তথা বিভিন্ন ধরনের খাবারের সাথে ব্যবহার করা হয়। তাছাড়া ল্যাকসাস বিস্কুট, প্রসাধনী সামগ্রী, ওষুধ শিল্পে এ সীউইডের ব্যবহার আছে। পুষ্টিগত মানের দিক হতেও সীউইড অনন্য। এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালীতে আমরা প্রথমবারের মতো সীউইড চাষ পরীক্ষামূলকভাবে শুরু করেছি। সীউইড এর অর্থনৈতিক গুরুত্ব অনেক। এটি চাষ করতে লবণাক্ত স্বচ্ছ পানি দরকার। কমপক্ষে পানিতে লবণের মাত্রা ১৫ পিপিটি লাগে। আমরা ছনুয়ার লবণ মাঠ সংলগ্ন জলাশয়ে প্রায় ৩০ পিপিটি লবণের মাত্রা পেয়েছি, তাই আমরা আশাবাদী যে এখানে সীউইড চাষ সম্ভব হবে। এ পরীক্ষামূলক চাষে আমরা সফলতা পেলে বাঁশখালীতে সীউইড চাষ সমপ্রসারণে আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধগিরিধারা উলূমুস সুন্নাহ মাদ্রাসায় ছবক প্রদান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১ হাজার লিটার চোলাই মদসহ আটক ২