‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়–দুর্যোগ প্রস্ততি সবসময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাঁশখালীর ছনুয়ার ইউনিটের সদস্য, ফায়ার সার্ভিস দল ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগকালীন মাঠ মহড়া ও পুরস্কার বিতরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহড়া শেষে পুরস্কার বিতরণী ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। বিশেষ অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ–পরিচালক মো. হাফিজ আহাম্মদ। উপস্থিত ছিলেন মো. ছগীর, মো. ইউনুছ শাহীসহ ইউপি সদস্য এবং সিপিপির স্বেচ্ছাসেবকরা। এছাড়া ফায়ার সার্ভিস বাঁশখালীর বিশেষ দল, স্কুল শিক্ষার্থীসহ সিপিপির ইউনিট পর্যায়ের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, উপকূলীয় ইউনিয়নের একটি হল ছনুয়া, এখানকার জনগণ সব সময় নানাভাবে দুর্যোগের শিকার হয়ে আসছে। এলাকার কিছু অংশে বর্তমানে স্থায়ী বেড়িবাঁধ হওয়ার ফলে জনগণ অনেক বিপদমুক্ত। এখন জনগণের দুর্যোগের ব্যাপারে ব্যাপক ধারণা থাকা প্রয়োজন।