ছনহরা জ্বালাকুমারী মন্দিরে ধর্মসভা

| বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

পটিয়াস্থ চাটরা ছনহরা সার্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দিরে গত ২১ ফেব্রুয়ারি থেকে ২ দিনব্যাপী জ্বালাকুমারী মায়ের মন্দির উৎসর্গ বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় সোনালী দত্ত ও উজ্জ্বল দত্তের যৌথ সঞ্চালনায় বাবু বিভু শীলের সভাপতিত্বে ধর্মসভা অনুষ্ঠিত হয়।

ধর্মসভায় উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট রণজিৎ কুমার মিত্র। প্রধান অতিথি ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রশিদ দৌলতী। অতিথি ছিলেন সাংবাদিক স্বপন মল্লিক। বক্তব্য রাখেন অধ্যাপক সুধীর দাশ, রতন বিশ্বাস, সুব্রত কানুনগো, বিভু চক্রবর্তী, ডা. অশোক কুমার ধর, সঞ্জীব চক্রবর্তী (টিংকু), সুরজিৎ সেন, শাহীন আকতার, মো. হেলাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজন দাশ। স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্সিম গোর্কী শীল (টিপু)। ২২ ফেব্রুয়ারি মধুসুদন নাম কীর্তনের শুভারম্ভ, জ্বালাকুমারী মন্দিরের উৎসর্গ, পূজার্চ্চনা ও বিগ্রহ প্রতিষ্ঠা মধ্যাহ্নে ভোগারতি ও প্রসাদ বিতরণ সন্ধ্যায় শ্রীশ্রী মধুসূদন নাম কীর্তনের পূর্নাহুতির মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধচরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহারে সভা