ছনহরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

| শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার ১৫ নং ছনহরা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, পতিত হাসিনা সরকার বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

ছনহরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন। সভা উদ্বোধন করেন ১৫ নং ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সিকদার। বিশেষ অতিথি ছিলেন ১৫ নং ছনহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম আলমদার, পটিয়া উপজেলা বিএনপির সদস্য বেলাল চৌধুরী, ইলিয়াছ মিয়া, কাজী ইয়ারমুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছনহরা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ছবুর ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদকে সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্রসমিতির সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধরেশন ব্যবস্থা চালু ও সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি