স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৮ তম স্মরণোৎসব পটিয়াস্থ ছনহরা গ্রামে অদ্বৈত ধাম ও মিশনে আজ ‘দেবালয়’ এর উদ্বোধন, গুরুপূজা, দীক্ষা দান, ভোগারতির মাধ্যমে অনুষ্ঠানের কার্যসূচির শুভারম্ভ হবে। উক্ত ‘দেবালয়’ এর উদ্বোধন করবেন- তুলসীধামের মোহন্ত মহারাজ ও ঋষি ধামের অধিপতি স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজ। কাল সকাল ১১ টায় মহতী ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা, সন্ধ্যায় ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ও মহানামযজ্ঞের অধিবাস এবং ২০ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী কর্মসূচিতে প্রতিটি পর্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শিমুল কানুনগো এবং সাধারণ সম্পাদক সপ্তম বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।