পটিয়ায় ছনহরা অদ্বৈত ধাম ও মিশনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় এডভোকেট রনজিত কুমার মিত্রের সভাপতিত্বে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৬২তম স্মরণোৎসবে ১৪ তারিখ ঊষালগ্নে মঙ্গলারতি, ঋষি ধ্বজা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিশ্ব শান্তি কল্যাণে গীতাযজ্ঞ, ভোগারতি ও প্রসাদ বিতরণ, গোধূলি লগ্নে মায়েদের সমবেত কণ্ঠে গীতারতি, মস্তক নমি তব চরণ পরে–শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে মহানাম যজ্ঞের অধিবাস ও প্রসাদ বিতরণ এবং পরদিন অহোরাত্র মহানাম সংকীর্তন, গুরুপূজা, ভোগারতি, প্রসাদ বিতরণ ও রাতে গৌড়লীলা প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সমগ্র অনুষ্ঠান পৌরোহিত্য করবেন তুলসীধামের মোহন্ত মহারাজ ও স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজ। ম্যাক্সিম গোর্কি শীল টিপুর সঞ্চালনায় গত শুক্রবারের সভায় সার্বিক দিক নিয়ে আলোচনায় অংশ নেন অধ্যাপক অরুন দাশ, স্বপন দে, সুরতন গুহ, পরিমল দে, রতন বিশ্বাস, সুজিত ভট্টাচার্য দোলন, দিলীপ কুমার সিংহ, ধ্রুব শেখর দত্ত, দুলাল বিশ্বাস, সুব্রত কানুনগো, দিলীপ দাশ, অঞ্জন ভট্টাচার্য, উত্তম দাশ, বিপ্লব ভট্টাচার্য, সঞ্জীব চক্রবর্তী, উজ্জ্বল দত্ত, চন্দন রক্ষিত, চন্দন শুক্লদাশ, টিপলু বিশ্বাস, দিপংকর বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।