পটিয়াস্থ ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে জ্বালাকুমারী মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে–বিকাল ৫টা ০১ মিনিটে ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় ধর্মসভা, রাত ৯টা–০১ মিনিটে অধিবাস কীর্তন ও রাতে অন্নপ্রসাদ বিতরণ। বিভু শীলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভা উদ্বোধন করবেন ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুকৃতি রাণী দে। প্রধান অতিথি থাকবেন ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতি। প্রধান বক্তা থাকবেন, অ্যাডভোকেট রনজিত কুমার মিত্র। অতিথি থাকবেন স্বপন মল্লিক। বিশেষ অতিথি থাকবেন, বিশ্বনাথ ধর, অধ্যাপক সুধীর দাশ, অধ্যাপক অরুণ দাশ, সাধন ঘোষ, রঞ্জন দত্ত, সুজিত ভট্টাচার্য দোলন, ছনহরা, ইউপি সদস্যা শাহিন আক্তার, রতন বিশ্বাস, অসীম দাশ, সুচরিত ঘোষ, সুব্রত কানুনগো, ইউপি সদস্য হেলাল উদ্দিন, বিভু চক্রবর্তী, উজ্জ্বল দত্ত, সঞ্জীব চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেবেন ম্যাক্সিম গোর্কী শীল টিপু। ২২ ফেব্রুয়ারি চতুষ্প্রহরব্যাপী মহানাম সংকীতর্ন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেছেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি দীপক সিংহ ও সাধারণ সম্পাদক লিটন দাশ। প্রেস বিজ্ঞপ্তি।