পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন–শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মো. আবদুর রশিদ দৌলতীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর। বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুন, শাহীন আকতার, ইউপি সদস্য জাহেদুল হক, মো. সাইফুল আলম, মো. ইকবাল হোসেন, মো. হেলাল উদ্দিন, আলমগীর তালুকদার, আবু তালেব আলমদার, দিলীপ সরকার, শাহানুর তুষার আবদুল, সজল কান্তি দে স্বপন প্রমুখ।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার মাদক–কিশোর গ্যাংসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। এসময় ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বক্তব্যে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংগঠিত করে আসছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। পুলিশ ইতিমধ্যে কাজে ফিরেছে। সার্বিক আইন–শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বেশ কিছু এলাকায় জায়গা–সম্পত্তি ও ব্যাক্তি কেন্দ্রীক বিরোধকে কেন্দ্র করে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তা করা যাবেনা, এ বিষয়ে সামাজিকভাবে সকলকে সতর্ক থাকতে হবে। আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি।