ছনদণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার ছনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কলাউজান বাসন্তীসুবল ফাউণ্ডেশনের উদ্যোগে গত ১৮ মে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরার সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউণ্ডেশনের চেয়ারম্যান লায়ন তপন কান্তি দাশ। ফাউন্ডেশনের পলাশ কান্তি নাথ রণীর পরিচালনায় এতে অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্ত, ডা. বিধান মিত্র, সুভাষ দাশ, আশীষ চৌধুরী, প্রকৌশলী সুভাষ গুহ, কানুরাম দে, ঊষা আচার্য্য, অশ্রু চৌধুরী ও রূপনা চৌধুরী রূপা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফরোজা আমান, ইয়াছমিন রিকু, তাহমিনা আজিম, নারগিস হোসনেয়ারা ও সাকী দাশ। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন। এসময় তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষায় যত উন্নত সে জাতি তত বেশি এগিয়ে। আজকের শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে মাতৃভূমিকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে
পরবর্তী নিবন্ধমাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার