ছদ্মনামে ১০ বছর ধরে আত্মগোপনে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ইস্পাহানি এলাকা থেকে ১০ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার মো. শহিদুল্লাহ নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। শহিদুল্লাহ ফেনী জেলার কাজিরবাগ এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, ২০১৩ সালের ৪ এপ্রিল রাতে ফেনী সদরের গিল্লাবাড়িয়া সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহকালে ২১ বোতল ফেন্সিডিলসহ বিজিবির হাতে ধরা পড়েন শহিদুল্লাহ। বিজিবির টহল কমান্ডার ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা করেন। এর ছয় মাস পর জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালতে হাজিরা না দেওয়ায় আসামির অনুপস্থিতে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন এবং পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শহীদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পরোয়ানা জারি করেন।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে নগরের চাঁদগাও থানার কালুরঘাট ইস্পাহানী এলাকায় অবস্থান করছিল শহিদুল্লাহ। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে টেক্সটাইল কারখানায় আগুন