বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র শিশুসাহিত্যিক ও ছাড়াকার সুকুমার রায়ের ১৩৭তম জন্মদিন উপলক্ষে রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটি উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ছড়ায় ছন্দে সুকুমার সন্ধ্যা’ অনুষ্ঠান। স্মার্টফোন, টিভি এডিকশন থেকে শিশুদের দূরে রাখার উদ্দেশ্যে সঙ্গীত পরিষদ ও ‘রোটার্যেক্ট ক্লাব অফ চিটাগং লেক সিটি’র সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার নগরীর এনায়েত বাজার সঙ্গীত পরিষদে ‘ছড়ায় ছন্দে সুকুমার সন্ধ্যা’ শিরোনামে অনুষ্ঠানে শিশু–কিশোররা সুকুমার রায়ের ছড়া, কবিতা আবৃত্তি করেন। আবৃত্তিতে অংশগ্রহণ করেন প্রত্যয় বড়ুয়া–ভয় পেয়ো না, ভাগ্যশ্রী ভট্টাচার্য–সৎপাত্র, উযাইর সাদিক–বাবু
রাম সাপুরে, জীবনের হিসাব–রিদিতা নন্দী, শেখ রেহনুমা– সৎপাত্র। এছাড়া শুরুতে সুকুমার রায়ের জীবনী নিয়ে আলোকপাত করেন আলোর প্রতিষ্ঠাতা মিরাজুল হক ও সঙ্গীত পরিষদের কার্য নিবার্হী সদস্য বাচিকশিল্পী অধ্যাপক দেবাশীষ রুদ্র। পোর্ট সিটি ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ সাজিদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সঙ্গীত পরিষদের সম্পাদক তাপস হোড়, ছাইফুল হুদা সিদ্দিকী, জাহেদুল ইসলাম, শেখ মোহাম্মদ জুলফিকার বিপুল, আব্দুল মোতালেব চৌধুরী, মুহাম্মদ ইমরানুল ইসলাম তুহিন, নেজাম উদ্দিন, এমরান হোসাইন হৃদয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।