ছড়ায় ছড়ায় রাঙিয়ে দেব বিশ্ব

একুশে বইমেলায় ছড়া উৎসব

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার ১৮তম দিনে অনুষ্ঠিত হয় ‘ছড়ায় ছড়ায় রাঙিয়ে দেব বিশ্ব’ শীর্ষক ছড়া উৎসব। এতে বক্তারা বলেন, ছড়া শুধু শিশুরা নয়, সব বয়সের মানুষই পছন্দ করে। শিশুরঞ্জনি থেকে শুরু করে হাস্যরসাত্মক, ব্যঙ্গনিপুণ, উদ্ভট ও গণমুখী ছড়া লিখে সাহিত্যিকরা সর্বজনীন রূপ দিয়েছেন ছড়াকে। তাঁরা বলেন, বাংলা ছড়া সমৃদ্ধ। সাম্প্রতিক সময়েও ছড়াসাহিত্যে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশে বিশ্বমানের ছড়া লেখা হয়েছে। ছড়া চিরকালের জন্য আধুনিক। আমাদের সাহিত্যে সার্থক ও সফল ছড়া রচিত হয়েছে প্রচুর। ছড়াকাররা স্ব স্ব মতাদর্শে লেখালেখি করলেও তাঁরা ছড়াচর্চায় ঐক্যবদ্ধ। এই ছড়া উৎসব তার প্রমাণ।

ছড়া উৎসব উপকমিটির আহ্বায়ক মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে উৎসবে প্রধান আলোচক ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। কবিছড়াকার আবুল কালাম বেলালের সভাপতিত্বে আলোচক ছিলেন শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, প্রাবন্ধিকগবেষক এমরান চৌধুরী, ছড়াকার বিপুল বড়ুয়া ও জসীম মেহবুব। ছড়া পাঠে অংশ নেন ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, কেশব জিপসী, তালুকদার হালিম, আবু ইউসুফ সুমন, আল জাবেরী, অপু চৌধুরী, আখতারুল ইসলাম, আরকানুল ইসলাম, আরমানউজ্জামান, শওকত এয়াকুব, নান্টু বড়ুয়া, খোরশেদুল আনোয়ার, ফারজানা রহমান শিমু, গোফরান উদ্দীন টিটু, সৌরভ শাখাওয়াত, শফিকুল রহমান সবুজ, সরোয়ার রানা, নুরনাহার নিপা, তসলিম খাঁ, শওকত আলী সুজন, সৈয়দ জিয়াউদ্দীন, মর্জিনা আখতার, হোসেইন মোস্তফা, সৈয়দা সেলিমা আক্তার, পথিক ইদ্রিস ও রিফাত ফাতেমা তানসি।

প্রসঙ্গত, এবার বইমেলায় এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরার ‘ফুলের রঙে আঁকা’, দীপক বড়ুয়ার ‘যুদ্ধজয়ের গান’, মারজিয়া খানম সিদ্দিকার ‘মোরগ ডাকা ভোর’, কাসেম আলী রানার ‘কালো পুতুল’, জায়তুননেসা জেবুর ‘আয়রে সোনা লক্ষ্মী সোনা’, মির্জা মোহাম্মদ আলীর ‘ছড়ায় ছড়ায় মন’, কানিজ ফাতিমার ‘চাঁদ নেমেছে পুকুর জলে’, রুনা তাসমিনার ‘সোনালি পরি ও সবুজ ডানার হাঁস’, সৈয়দ জিয়াউদ্দীনের ‘বর্ণমালার বর্ণমেলা’, লিপি বড়ুয়ার ‘ভুতুড়ে বাড়ি’, কুতুবউদ্দীন বখতেয়ারের ‘মিষ্টি ছড়া আমার পড়া’, সুবর্ণা দাশ মুনমুনের ‘মেঘভেজা দিন একলা বাড়ি’, নাটু বিকাশ বড়ুয়ার ‘একলা দুপুর’, শিরিন আফরোজের ‘আকাশ জুড়ে সূর্য হাসে’, রায়হানা হাসিবের ‘সূর্যোদয়ের গান’, আকাশ আহমেদের ‘মেঘ বলেছে বৃষ্টি হবে’, শফিকুল রহমান ‘সবুজের নাচছে ফড়িং’ প্রভৃতি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্লিন এনার্জি অপরিহার্য : চুয়েট ভিসি
পরবর্তী নিবন্ধপুকুর পাড়ে সমন্বিত চাষ, ফলন আসছে বার মাস