ছক্কার বিশ্ব রেকর্ডে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

নাভিন উল হকের শর্ট লেংথ ডেলিভারি ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরে রোহিত শর্মা পৌঁছে গেলেন অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি ছক্কা নেই আর কারও। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। ইনিংসে তৃতীয় ছক্কায় ক্রিস গেইলের ৫৫৩ ছক্কা ছাড়িয়ে গেছেন রোহিত। পরে আরও দুটি ছক্কা হাঁকান তিনি। ৮৪ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংসে ১৬টি বাউন্ডারিও মারেন রোহিত। প্রায় ২২ বছরের ক্যারিয়ারে ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কার রেকর্ড গড়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট। ৪৭৩ ইনিংসেই তাকে ছাড়িয়ে গেলেন ভারতের তারকা ওপেনার। একই ইনিংসে তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে দ্রুততম হাজার রানের রেকর্ডও। বৈশ্বিক এই টুর্নামেন্টে ১ হাজার থেকে ২২ রান দূরে থেকে ম্যাচটি শুরু করেন রোহিত। পঞ্চম ওভারে ফাজাল হাক ফারুকির বলে ছক্কা মেরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। বৈশ্বিক এই টুর্নামেন্টে তার মোট রান হলো এক হাজার ১০৯। স্রেফ ১৯ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। চলতি আসরেই ভারতের বিপক্ষে ম্যাচে তার সমান ১৯ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ওই ম্যাচেই ওয়ার্নারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল রোহিতের। কিন্তু সেদিন খালি হাতেই ফেরেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের মোট ছক্কা হলো ৫৫৬টি (টেস্টে ৭৭, ওয়ানডেতে ২৯৭ ও টিটোয়েন্টিতে ১৮২টি)। গেইল ও রোহিত ছাড়া আর কারও ৫শ ছক্কাও নেই। চারশর বেশি ছক্কা শুধু শহিদ আফ্রিদির, ৪৭৬। ভারতের হয়ে বিশ্বকাপে হাজার রান করা চতুর্থ ব্যাটসম্যান তিনি। সব মিলিয়ে এই তালিকার ২৩তম ক্রিকেটার তিনি।

পূর্ববর্তী নিবন্ধজেলা দলের ম্যানেজার, কোচ ও সহকারী কোচ মনোনীত
পরবর্তী নিবন্ধআয়কর বিভাগ আন্তঃঅঞ্চল ফুটবল টুর্নামেন্টের ফলাফল