বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে এবং চিটাগাং ক্লাব লিমিটেড এর ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৮ বয়েজ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বিক্েএসপি। গত রোববার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপি ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে চিটাগাং ক্লাব বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। চীফ হোস্ট ছিলেন ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেড এর চেয়ারম্যান নাদের খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাঈনুল আহসান মঞ্জু, সেক্রেটারি এ কে সরকার এবং চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান, চিটাগাং ক্লাব বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইমতিয়াজ হাবীব রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেকেএস বাস্কেটবল কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সম্পাদক জি এম হাসান, সিসিএল মেম্বার ডাঃ ফহিম হাসান রেজা, মোঃ আজিজুল হাকিম, মোঃ জাহিদ সুলতান টিপু, সৈয়দ আরশাদুল হক এবং এস এম শফিউল আজম, সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যানদ্বয় মাঈনুদ্দিন আহমেদ মিন্টু ও শাহজাদা আলম, মীর্জা সালমান ইস্পাহানী, সিজেকেএস বাস্কেবল কমিটির সদস্য ফজল রব্বান সুইট সহ ক্রীড়ামোদি ক্লাব মেম্বারগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রথমবারের মত চিটাগাং ক্লাব বাস্কেটবল কোর্টে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের এই টুর্নামেন্ট গত ৩ মার্চ থেকে শুরু হয়। এতে ঢাকা, গাজীপুর, চাঁদপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, নরসিংদি, যশোর, কুমিল্লা, এবং বিকেএসপি সহ ১১টি দল অংশ গ্রহণ করে।