চ্যাম্পিয়ন সরকারি মহসিন কলেজ রানার-আপ সেন্ট্রাল পাবলিক কলেজ

আইইউবি-দৃষ্টি কুইজ কার্নিভাল

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের স্বনামধন্য ১৬টি কলেজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল আইইউবিদৃষ্টি কুইজ কার্নিভাল। গত ১৭ জুলাই নগরীর জিয়া মেমোরিয়াল মিউজিয়াম হলে সম্পন্ন হয় এ বছরের প্রতীক্ষিত আন্ত:কলেজ কুইজ প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব। প্রথম পর্বের প্রতিযোগিতার ৩টি রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সিডিএ পাবলিক কলেজ ও সেন্ট্রাল পাবলিক কলেজ। চূড়ান্ত পর্বে ৫টি উত্তেজনাপূর্ণ ধাপ অতিক্রম করে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানারআপ হয় সেন্ট্রাল পাবলিক কলেজ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ডিরেক্টর (এডমিশনস, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস) লিমা চৌধুরী, শিক্ষাবিদ বৃজেট ডায়েস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডমিশনস, ফাইন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস) প্রিয়াংকা দে ও দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। সভাপতিত্ব করেন দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।

প্রধান অতিথির প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড বলেন, আমি আজকের এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দৃষ্টি এবং আইইউবির যৌথ এই উদ্যোগ তরুণ প্রজন্মের মেধা ও জ্ঞানকে সঠিকভাবে বিকশিত করতে অসাধারণ ভূমিকা রাখবে। আজকের এই কুইজ প্রতিযোগিতা কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি চিন্তা, বিশ্লেষণ ও জ্ঞানের এক উৎসব।

প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে।

লিমা চৌধুরী বলেন, আমাদের তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও জ্ঞাননির্ভর করে গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। মাসুদ বকুল বলেন, দৃষ্টি চট্টগ্রামের স্বপ্ন সবসময়ই তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে সহযোগিতা করা। সভাপতি সাইফ চৌধুরী বলেন, দৃষ্টি চট্টগ্রাম বিশ্বাস করে, শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। আলোচনা পর্ব শেষে অতিথিরা বিজয়ীদলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগাংয়ের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র সাথে পাকিস্তানের ১২টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত