চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টারে সুইডেন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

এবারের নারী বিশ্বকাপের সবচাইতে অঘটনটা বোধহয় গতকালই ঘটে গেল। কারণ গতকাল বিদায় নিয়েছে বিশ্বকাপের সবচাইতে সফলতম দল যুক্তরাষ্ট্র। ৮ বারের এই টুর্নামেন্টে চারবারই তারা চ্যাম্পিয়ন। শুধু তাই নয় একবার হয়েছে রানার্স আপ। তৃতীয় হয়েছে তিনবার। নারী বিশ্বকাপ ফুটবল শুরুর পর যুক্তরাষ্ট্র কখনো সেমিফাইনালের আগে বিদায় নেয়নি। কিন্তু নবম আসরে এসে হোঁচট খেলা মার্কিন মেয়েরা। প্রথমবারের মত সেমিফাইনালের আগে বিদায় নিল চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এবার তারা বিদায় নিলো শেষ ষোলো থেকেই। তাদের বিদায় করে দিয়েছে সুইডেন। গতকাল রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে সুইডেন টাইব্রেকারে ৫৪ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ২০০৩ সালে ফাইনাল খেলা সুইডেন এর আগে চারবার সেমিফাইনালে খেলেছে। এবার যুক্তরাষ্ট্রকে বিদায় করে আরো একবার সেমিফাইনালে খেলার পথে এগিয়ে গেল সুইডেন। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০ গোলে হারিয়ে নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে উঠেছে। 

পূর্ববর্তী নিবন্ধইস্ট বেঙ্গলকে রুখে দিল বাংলাদেশ সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধমোহাম্মদ রফির গান গাইলেন সাকিব