চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে রানারআপ বাংলাদেশ

সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

সর্বনাশটা হয়ে গিয়েছিল আগের ম্যাচে। যখন ভুটানের কাছে পয়েন্ট হারিয়ে বসে বাংলাদেশের নারীরা। শেষ পর্যন্ত তাই সাফ উইমেন’স অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের কিশোরীদের। গতকাল নিজেদের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভরতকে হারিয়েও কোন লাভ হলো না। অথচ গতকাল মাত্র ৩০ সেকেন্ডে গোল করে সাফ অনুর্ধ্ব১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপে দ্রুততম গোলের কীর্তি গড়লেন পুর্নিমা মারমা। দিন শেষে জয়টাও আসল। কিন্তু শিরোপাটা আসল না।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল রোববার রাউন্ড রবিন লিগের ফিরতি লেগে ভারতকে ৪৩ গোলে হারায় বাংলাদেশ। আগের দেখায় তাদের কাছে ২০ গোলে হেরেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে কিক অফের পরই ডান দিক দিয়ে আক্রমণে উঠে মামনি চাকমা নিখুঁত ক্রস বাড়ালেন বক্সে। বুলেট গতির হেডে জাল খুঁজে নিলেন পুর্ণিমা মারমা। গড়লেন সাফ অনুর্ধ্ব১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপে দ্রুততম গোলের কীর্তি। পাল্টা জবাব দিল ভারত। সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আগেই শিরোপা নিশ্চিত করা ভারতকে হারানোর তৃপ্তি নিয়ে ফিরল বাংলাদেশ। ভুটানকে ৩১ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ ফিরতি দেখায় তাদের বিপক্ষে ১১ ড্র করে। বাংলাদেশের ওই ড্রয়ের দিনেই নেপালকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে ফেলে ভারত। এই আসরে একমাত্র নেপালকেই দুইবার হারাতে পেরেছে বাংলাদেশ, ০ ও ৪১ গোলে। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে এবারের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই ছিল শেষটা ভালো করার উপলক্ষ। পুর্ণিমার ওই গোলে প্রত্যাশিত সূচনাও পেয়ে যায় তারা। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এটিই দ্রুততম গোল। সপ্তম মিনিটে ভারতের আনুশকা কুমারির শট ক্রসবার কাঁপায়। এর দুই মিনিট পর নিজেদের বক্সের ওপরে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস তালগোল পাকিয়ে বল হারালে, সুযোগ কাজে লাগান আনুশকা। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলকিপারকে কাটিয়ে কোনাকুনি শটে সমতা টানেন তিনি। ২৪ মিনিটে আনুশার কোনাকুনি শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। গোছালো আক্রমণ থেকে ১০ মিনিট পর ফের এগিয়ে যায় বাংলাদেশ। সৌরভী আকন্দ প্রীতির শট ডিফেন্ডার ফিরিয়ে দিলে আলপি আক্তার ফিরতি শটে জাল খুঁজে নেন। প্রথমার্ধের শেষ দিকে আনুশার দূরপাল্লার ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। সতীর্থের লং পাস পেয়ে গতিতে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথার শটে বল জালে পাঠান প্রীতি। ৬৪ মিনিটে চিপ শটে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলেন প্রীতিকা বর্মণ। ৭৬ মিনিটে দারুণ সুযোগ আসে প্রীতির সামনে। তবে রক্ষণের প্রতিরোধ ভেঙে গোলকিপারকে একা পেয়েও শট নিতে পারেননি তিনি। বলে স্পর্শ জোরে হওয়ায় চলে যায় মুন্নির গ্লাভসে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বক্সের বাইরে থেকে উচুঁ করে নেওয়া শটে সমতা টানেন নঙ্গমাইথেম। পোস্ট ছেড়ে আগে বেরিয়ে আসায় মেঘলা রানী রায় লাফিয়েও পাননি বলের নাগাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রীতির কোনাকুনি শট গোলকিপার ফিস্ট করার পর সামনে থাকা ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এরপরই বাজের শেষের বাঁশি। জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরো ৪ মৃত্যু,সর্বোচ্চ রোগী ভর্তি
পরবর্তী নিবন্ধটাইগারদের সিরিজ নিশ্চিতের ম্যাচ আজ