চ্যাম্পিয়নস লিগে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:৫৯ পূর্বাহ্ণ

ক্যাম্প ন্যুতে ফেরেঙ্কভারোসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সেলোনার। আর নিজেদের প্রথম ম্যাচেই ৫-১ গোলের বড় জয় কাতালান ক্লাবটির। দলের পাঁচ গোলের প্রথমটি আসে লিওনেল মেসির পা থেকে। আর তাতেই নতুন এক রেকর্ড গড়া হয়ে গেল এই কিংবদন্তির। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা ১৬ মৌসুমে গোল করার কীর্তিও গড়া হয়েছে তার। মেসি ভাগ বসিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসের রেকর্ডে। তবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটানা ১৬টি মৌসুম গোল করার রেকর্ড নেই আর কারও। চ্যাম্পিয়নস লিগে মেসির বর্তমান মোট গোল ১১৬টি। মেসির রেকর্ডের শুরুটা ২০০৫/০৬ মৌসুমে, সেবার বার্সেলোনার জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই আর্জেন্টাইনকে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে করেছেন গোলের শতক। আছে যৌথভাবে সর্বোচ্চ হ্যাটট্রিক (৮টি) এবং সর্বাধিক প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ডও।

পূর্ববর্তী নিবন্ধফুটবলারদের তিন দফা করোনা পরীক্ষা
পরবর্তী নিবন্ধআইপিএল খেলতে দুবাই গেলেন সালমা-জাহানারা