১৯৯৩ সালের পর আবারো ফিনালিস্সমা জিতল আর্জেন্টিনা। ফিফা কনফেডারেশন্স কাপ বন্ধ হয়ে যাওয়ার পর ইউরোপ এবং লাতিন আমেরিকার চ্যাম্পয়নদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই ম্যাচের। আর সে ম্যাচের বিজয়ীকে বলা হচ্ছে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন।
সে ট্রফিটা জিতে নিল লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা কাপ জয় দিয়ে শিরোপা খরা কাটানো আর্জেন্টিনা জিতল আরো একটি ট্রফি। মেসি, ডি মারিয়াদের দুর্দান্ত ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইউরোপ সেরা ইতালি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মেসি, ডি মারিয়া জাদুতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আরো একবার বিশ্ব সেরা হলো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ইতালির সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে নিজেদের প্রমাণের।
কিন্তু সেটা পারলনা আজ্জুরিরা। উল্টো বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো ইউরোপ সেরাদের। যে মাঠে ইউরোপ সেরার ট্রফি উঁচিয়ে ধরেছিল ইতালি সে মাঠেই তাদের বরণ করতে হলো লজ্জার পরাজয়। মেসির আর্জেন্টিনা এখন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। প্রথমার্ধে মেসির পাস থেকে মার্টিনেস গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে।
সে গোলে রেশ কাটতে না কাটতে মাঝ মাঠ থেকে পাওয়া বল ধরে দারুণ এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডি মারিয়া। অতিরিক্ত সময়ে দিবালার গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছড়ে আর্জেন্টিনা। ম্যাচের সেরা লিওনেল মেসি।