আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, অঞ্চলভিত্তিক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা (বাংলা ও ইংরেজি মাধ্যম) চট্টগ্রাম অঞ্চল পর্বে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। গত ২০ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বাংলা মাধ্যমের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় ইংরেজি মাধ্যমের বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব শেষে গত ২৪ আগস্ট অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা। কলেজ পর্যায়ের বাংলা বিতর্ক প্রতিযোগিতায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বান্দরবানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। কলেজ পর্যায়ের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। স্কুল পর্যায়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। কলেজ পর্যায়ের বাংলা ও ইংরেজি উভয় বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন একাদশ শ্রেণির শিক্ষার্থী তানিশা সামরিন এবং স্কুল পর্যায়ের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন দশম শ্রেণির শিক্ষার্থী নানজিবা ইবনাত। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম। তিনি বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি












