দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের যে কেউ জিতলেই ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি ৬ লাখের বেশি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। রানার্স–আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকার মত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। যা ২০১৭ সালের সর্বশেষ আসরের প্রাইজমানির চেয়ে ৫৩ শতাংশ বেশি। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটির টাকার বেশি। গ্রুপ পর্ব থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভারতের কাছে ৬ উইকেটে ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে তারা। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে ১ পয়েন্ট পায় বাংলাদেশ। পাকিস্তানের সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপে তৃতীয়স্থান পায় টাইগাররা। ‘বি’ গ্রুপে তৃতীয়স্থান পায় আফগানিস্তান। ৩ ম্যাচে ৩ পয়েন্ট পায় তারা। পয়েন্ট বিবেচনায় আফগানদের চেয়ে পিছিয়ে থাকায় আট দলের টুর্নামেন্টে ষষ্ঠ হয় বাংলাদেশ। এজন্য ৪.৭৫ লাখ ডলার (প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা) আয় করেছে টাইগাররা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যক দলকেই ১.২৫ লাখ ডলার করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর ষষ্ঠস্থানে থাকায় টুর্নামেন্ট থেকে আরও অতিরিক্ত সাড়ে তিন লাখ ডলার পাবে বাংলাদেশ। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল টাইগাররা।