পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশগ্রহণ করবে কিনা তার উত্তর জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তাদের দেয়া খবর অনুযায়ী বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে প্রতিবেশী দেশটিতে যাবে না ভারত দল। ক্রিকইনফোর শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এরই মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে; ভারত সরকারের পক্ষ থেকে দলকে পাকিস্তানে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা। কিন্তু ভারত দল যদি পাকিস্তানে না যায়, তাহলে আইসিসি ও পিসিবিকে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। গত এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ এই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই এখন প্রবল বলে ধারণা করা হচ্ছে। ক্রিকইনফোর ধারণা, হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাবনার কথা মাথায় রেখে কয়েক মাস আগেই বিভিন্ন পরিকল্পনা করে রাখা হয়েছে। কয়েকটি দেশকে সংক্ষিপ্ত তালিকায় রাখাও হয়েছে; সংযুক্ত আরব আমিরাতকে দ্বিতীয় ভেন্যু হিসেবে এগিয়ে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে, এছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছে শ্রীলংকাও। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে আইসিসিকে নিজেদের অবস্থানের কথা জানায় বিসিসিআই; তবে সেটা মৌখিকভাবে কিনা, তা নিশ্চিত নয়। পিসিবিকে জানানোর আগে বিসিসিআইয়ের কাছে থেকে লিখিত চাওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির। পিসিবি প্রধান নাকভিও জোর দিয়ে বলেছেন, বিসিসিআইয়ের কোনো আপত্তি থাকলে পিসিবিকে ‘লিখিতভাবে’ জানাতে হবে। সেটা হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। ক্রিকইনফো জানতে পেরেছে, চলমান এই অস্থিরতার কারণে আগামী সপ্তাহে লাহোরে অনুষ্ঠেয় সূচি ঘোষণার অনুষ্ঠান স্থগিত হতে পারে। এদিকে ভারত না এলেও চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা দেশেই আয়োজন করতে চায় পাকিস্তান। নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান দেশটির ক্রিকেট বোর্ড–পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের অবস্থান তুলে ধরেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে, ভারত পাকিস্তানে আসছে না। আমি তাদের এবং আমার দলের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার: তাদের কোনো আপত্তি থাকলে সেটা লিখিতভাবে জানাতে হবে। এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি, আর এমন টুর্নামেন্ট আয়োজন করতেও আমরা রাজি নই। ভারতীয় গণমাধ্যমে বলা হলেও পিসিবির কাছে (ভারত) আনুষ্ঠানিক কোনো বার্তা পৌঁছায়নি।’ পিসিবির প্রধান নাকভির মতে, ভারত না চাইলেও অন্য সব দেশের চাওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানে হোক। ‘আমি কয়েকটি বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তারা সবাই এখানে খেলার জন্য মুখিয়ে আছে। আমার মনে হয় না, এটাকে রাজনৈতিক বিষয় বানানো কারও উচিত। আমরা প্রতিটি দলকে যতটা সম্ভব সুযোগ–সুবিধা দেব। আমরা চাই বিদেশ থেকেও সমর্থকরা এই টুর্নামেন্টে আসুক।’