ইনজুরির কারণে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। তার জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার হার্ষিত রানাকে। গত মাসে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পিঠের নীচের অংশে আঘাত পেয়েছিলেন ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ। এ ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তিনি। ইনজুরির কারণে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি বুমরাহ। বুমরাহ ছাড়াও পূর্বে ঘোষিত ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আরও একটি পরিবর্তন হয়েছে। ব্যাটার যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার স্পিনার বরুণ চক্রবর্তী। ‘এ’ গ্রুপে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।